সম্প্রতি যাদবপুরের মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছিলেন, নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতাল নিহত ছাত্রের নামে করে দেওয়ার। কিন্তু এলাকাবাসীদের বিক্ষোভের জেরে, ধাক্কা খেল সরকারি কাজ।
এদিন নতুন নাম নিয়ে কাজ শুরু করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভে, কিছুক্ষণের জন্য থমকে যায় হাসপাতালের কাজ। স্থানীয়দের দাবি, তাদের এই হাসপাতালের নাম বদলে দেওয়া চলবে না। বদলাতে হলে বিশ্ববিদ্যালয়ের নাম বদলে দেওয়া হোক।
গত সোমবার বগুলা গ্রামীণ হাসপাতালের নাম বদলের প্রক্রিয়া শুরু হয়েছিল। মঙ্গলবার সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। সেইমতো বুধবার বগুলা হাসপাতালের নাম পরিবর্তন করার কথা ছিল জেলাশাসকের।
আরও পড়ুন : নবান্নে যাদবপুরের মৃত পড়ুয়ার পরিবার, মা-কে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
তাঁর আসার আগেই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ভেঙে দেওয়া হয় ফুল দিয়ে সাজানো তোরণ।
স্থানীয়দের অভিযোগ, পরিষেবায় কোনও উন্নতি নেই। শুধু নাম পরিবর্তন করে নাম কেনার চেষ্টা। যদিও এই ঘটনায় নিহত পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, ছাত্রের মৃত্যুর ঘটনায় তাঁরাও সমব্যথি। তাঁদের দাবি, পরিবর্তন করতে হলে বিশ্ববিদ্যালয়ের নাম বদলে দেওয়া হোক।