ফের পূর্ব মেদিনীপুর মডেলে সাফল্য। এবার এগরায় সমবায় ভোটে জিতল বাম-বিজেপি-কংগ্রেস জোট। খাতায় খুলতে পারল না তৃণমূল কংগ্রেস। স্থানীয় নস্করপুর সমবায় সমিতির ভোটে প্রগতশীল সমবায় জোট নামে এক ছাতার তলায় লড়াই করেছিলেন বাম-কংগ্রেস এবং বিজেপি। ৯ আসনের এই সমবায়ে মোট ভোটার ছিলেন ৯২৪ জন। সবকটা আসনেই জয়ী হয়েছেন বিরোধীরা। যদিও এই বিরোধী জোট পঞ্চায়েতে কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই দাবি তৃণমূলের। পাল্টা বিরোধীরা জানিয়েছে, এই ফলই পঞ্চায়েতের ফল।
পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের একাধিক ব্লকে কখনও বাম-কংগ্রেস আবার কোনও বাম-বিজেপি জোট করে তৃণমূলকে হারিয়েছে বিরোধী। কিন্তু নন্দকুমারের পর এগারায় একজোট হল তিন বিরোধী। যদিও বাম-কংগ্রেস সঙ্গে হাত মেলানো নিয়ে নিচুতলায় বিজেপি কর্মীদের উপর নির্দিষ্ট কোনও নির্দেশ নেই। কিন্তু বিজেপির সঙ্গে হাত মেলানো নিয়ে বাম শিবিরে দ্বিমত আছে।
তবুও রাজনৈতিক মহলের দাবি, রাজ্য পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুর মডেলেই আস্থা দেখাতে চাইছেন বিরোধী। কারণ, পঞ্চায়েতের মতো স্থানীয় ভোটে এই জোট হলেও মাথায় রাখতে পরের বছরেই লোকসভা ভোট। সেই ভোটের জমি পঞ্চায়েতের ফল থেকে তৈরি হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।