রথের এগিয়ে আসা মানেই আকাশে বাতাসে পুজোর গন্ধ| শুরু হয়ে যায় পুজোর কাউন্টডাউন| ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও | রানাঘাটের কামালপুর এলাকায় অভিযান সংঘ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রতিমা তৈরির কাজ| ৫৫ তম বর্ষে পা দিচ্ছে তাঁদের পুজো, এবং এবার তৈরি হচ্ছে ১১১ ফুটের দুর্গা প্রতিমা।
এখন থেকেই নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরির কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন মৃৎ শিল্পীরা| বাংলার নববর্ষের দিন থেকে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ| এমনকি উচ্চতা তৈরির পর আরও বেড়ে যেতে পারে বলেও দাবি করছেন শিল্পীরা| মাটির সঙ্গে ফাইবার মিশিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ |