বিশ্বভারতী - অমর্ত্য সেনের জমি বিতর্ক থামার নাম করেছে না। ১৩ ডেসিমেল জমি কার? তা নিয়েই চলছে দুইপক্ষের বাদানুবাদ। এমনকি ইতিমধ্যেই অমর্ত্য সেনকে বলপূর্বক তুলে দেওয়া হবে বলে নোটিস দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর তীব্র বিরোধিতা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অমর্ত্য বাবুকে উচ্ছেদ করতে এলে বিধায়কদের শান্তিপূর্ণ অবস্থানে বসতে হবে।
এর আগে একটি সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন , ‘অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চললে আমি ওখানে গিয়ে প্রথম ধর্না দেব। দেখব কার শক্তি বেশি। বুলডোজার না মানুষের।’