কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা পাওয়ার দাবিতে শুক্রবার রেডরোডে ৪৮ ঘণ্টার জন্য ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, চাকরির দাবি নিয়ে প্রায় ১০০০ দিনের বেশি ধরে চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করছেন গান্ধীমূর্তির পাদদেশে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার জন্য, উঠে যেতে বলা হয়েছে চাকরি প্রার্থীদের।
Sourav Ganguly: হৃদরোগে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী, ভর্তি হাসপাতালে
এই মর্মে মেইল পৌঁছেছে অবস্থান বিক্ষোভকারীদের কাছে। কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়ার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর এই ধর্না চলবে আগামী ৩রা ফেব্রুয়ারি অবধি। ততদিন পর্যন্ত গান্ধীমূর্তির পাদদেশ থেকে অবস্থান তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।