রামমন্দির উদ্বোধনের দিনেই মসজিদ তৈরির ঘোষণা করে দিল ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। জানানো হয়েছে, মে মাস থেকেই শুরু হবে মসজিদ তৈরির কাজ। ক্রাউড ফান্ডিং করে শুরু হবে নির্মাণ কাজ, সময় লাগবে বছর চারেক।
Visva Bharti: রামমন্দিরের উদ্বোধনের দিন বিশ্বভারতীতে হাফ ডে ছুটি, কিন্তু নেতাজির জন্মদিনে পরীক্ষা?
আইআইসিএফ প্রধান হাজি আরফত শেখ জানিয়েছেন, মসজিদের নাম হবে ‘মসজিদ মহম্মদ বিন আবদুল্লা’ , রামমন্দির উদ্বোধনের দিনেই প্রকাশ্যে এল এই তথ্য। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায় ছিল রামমন্দির হবে ওই জমিতে, মসজিদের জন্য পৃথক জায়গা দেওয়া হবে। সেই নির্দেশেই ধন্যিপুরে তৈরি হওয়ার কথা মসজিদ।