২০১৯ সালের জুলাই মাসে একমাত্র সন্তান অনিন্দ্য দত্তের মৃত্যু হয়েছিল ট্রেন দুর্ঘটনা, সেই তখন থেকেই সন্তানশোক বুকে নিয়ে কোনওরকমে বেঁচে ছিলেন এক দম্পতি। সন্তানহারা বাবা তপন দত্তের (Tapan Dutta) বয়স ৭০ বছর, মা রুপা দত্তর (Rupa Dutta) বয়স ৫৪। এবার এই দম্পতিই ঘটিয়েছেন অবাক কাণ্ড৷ যা দেখে স্তম্ভিত বিজ্ঞান। এই বয়সে যমজ সন্তানের বাবা মা হলেন (Parents) এই দম্পতি৷
একাকিত্ব গ্রাস করেছিল উভয়কেই। কিন্তু বাঁচার আশা ছাড়েননি তাঁরা। সর্বহারা এই দম্পতি ফের চেষ্টা চালিয়ে যান বাবা মা হওয়ার৷ মনের জোরেই বয়সের তোয়াক্কা না করে ৭০ বছরে বাবা আর ৫৪ বছরে মা হয়েছেন এই দম্পতি।
এই বয়সে প্রসব কীভাবে সম্ভব, এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে। তপন বাবু জানান, হাওড়ার বালির এক চিকিৎসকের সহায়তায় গর্ভবতী হন রুপা দেবী। এরপর দেখা দিতে থাকে বয়সজনিত নানা সমস্যা। শেষে পিয়ারলেস হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে রুপা দেবীর অস্ত্রোপচার হয়। যমজ দুই ফুটফুটে সন্তানের জন্ম দেন তিনি।