বারাসতের রাতদখলের ঘটনায় গ্রেফতার ১৮ জনের জামিন মঞ্জুর করল আদালত। বুধবার রাতে রাস্তা আটকে আরজি করের ঘটনার প্রতিবাদ দেখানোর অভিযোগে ওই ১৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিন তাঁদের আদালতে পেশ করা হয়েছিল। কিন্তু আদালতেও মুখ পুড়ল পুলিশের। পাঁচ মহিলা-সহ ১৮ জনের বিরুদ্ধে মত্ত হয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করা হয়েছিল। রাতেই গ্রেফতারের প্রতিবাদে বারাসত থানার সামনে প্রতিবাদ দেখানো হয়।
গোটা রাজ্যের মতোই বুধবার রাতে আরজি করের প্রতিবাদে রাস্তায় নেমেছিল বারাসতের মানুষ। গত ১৪ অগাস্ট রাতদখলের দিন রেকর্ড ভিড় হয়েছিল চাঁপাডালির মোড়ে। বুধবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরও সেই ভিড়ই লক্ষ্য করা যায়।
অভিযোগ, দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে জাতীয় সড়কের উপরে আটকে পড়ে প্রচুর পচনশীল জিনিসের ট্রাক। পুলিশের দাবি, ওই গাড়ির চালকরা অবরোধ তুলতে তাঁদের উপর চাপ তৈরি করেন। পুলিশের দাবি, প্রথমে অবরোধ তুলতে বিক্ষোভকারীদের অনুরোধ করা হয়েছিল। কিন্তু অভিযোগ, মত্ত হয়ে পুলিশকে পাল্টা গালিগালাজ করা হয়।
এরপরেই জোর করে অবরোধ তুলতে গেলে জনতা-পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়। রাত সাড়ে তিনটে নাগাদ পাঁচ মহিলা-সহ এই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়। এদিন তাঁদের আদালতে পেশ করা হলে জামিন মঞ্জুর করা হয়।