আন্দোলনের জয়। মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ গড়তে ছাত্রদের পছন্দের ২১ প্রতিনিধিকেই মান্যতা দিল কলেজ কর্তৃপক্ষ। তবে তাঁদের 'নির্বাচিত' প্রতিনিধি বলতে নারাজ কর্তৃপক্ষ বদলে তাঁদের ‘মনোনীত’ বলে আখ্যা। এই স্বীকৃতিকে জয় হিসেবেই দেখছেন মেডিক্যাল পড়ুয়াদের একাংশ।
Satabdi Roy: থালায় সাজানো মাংস-ভাত, কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ ছেড়েই উঠে পড়লেন শতাব্দী রায়
উল্লেখ্য, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। দীর্ঘদিন চলেছিল অনশনও। এরপর নিজেদের উদ্যোগেই গত ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন করেছিল পড়ুয়ারা। ভোট পড়েছিল ৮০%, সেই ভোটেই ২১ জন প্রতিনিধিকে বেছে নিয়েছিল পড়ুয়ারা। এবার তাতেই সায় দিল কলেজ কর্তৃপক্ষ।