মায়াপুরের ইসকন মন্দিরে দীর্ঘ প্রায় ২২ বছর ধরে রয়েছে দুটি হাতি লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া। তাঁদের আদরে, যত্নে দেখাশোনা করতেন দুই মাহুত। শনিবারেও মাহুতদের সঙ্গেই সান্ধ্যভ্রমণে বেরিয়েছিলেন বিষ্ণু এবং লক্ষ্মী। কিন্তু ফিরে এসেই হঠাৎ মেজাজ হারায় লক্ষ্মীপ্রিয়া। তাঁকে খাবার দিতে গিয়েই প্রাণ যায় এক মাহুতের। মাহুতকে পিলারে পিষে দেয় হাতি।
Narendra Modi: 'কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা চালানো হচ্ছে', জলপাইগুড়ির সভা থেকে তৃণমূলকে কটাক্ষ মোদী
মৃত সমুদ্র রাভা, অসমের বাসিন্দা। তাঁর বয়স আনুমানিক ৪২ বছর। হাতির তাণ্ডবে রীতিমতো অশান্ত হয়ে পড়ে চারিদিক। সমুদ্রকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।