মন্ত্রী হচ্ছেন ছেলে। খবরটা বড়ই পরে এল বালুরঘাটের মজুমদার পরিবারের কাছে। রাজ্য বিজেপি সভাপতি হিসাবে তাঁদের ছেলেকে এতদিন দায়িত্ব সামলাতে দেখেছে এই পরিবার। এবার তাঁর কাঁধে নতুন দায়িত্ব। তবে খুশি বালুরঘাটে সুকান্ত মজুমদারের পরিবার। তবে আক্ষেপ মেয়ে সৃজার। কারণ, বাবা অনেক দূরে চলে যাচ্ছেন।
এই নির্বাচনে প্রচার থেকে ভোট, সবসময় স্বামী সুকান্তর পাশে ছিলেন স্ত্রী কোয়েল মজুমদার। স্বামী মন্ত্রী হচ্ছেন এই খবর পাওয়ার পর খুশি কোয়েল। তিনি জানান, দলের কাজে ব্যস্ত থাকায় বাড়িতে আর খুব বেশি সময় দিতে পারেন না সুকান্ত। এবার তিনি মন্ত্রী হচ্ছে। ফলে দায়িত্ব যে আরও বাড়ছে, তা বুঝতে পারছেন কোয়েল।
এবার বালুরঘাট থেকে দ্বিতীয়বার সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন তৃণমূলের প্রতিপক্ষ বিপ্লব মিত্রকে। বাবার জয়ের খবরে খুশি হয়েছিল মেয়ে সৃজা। কিন্তু বাবার মন্ত্রী হওয়ার খবরে যেন খানিকটা মন খারাপ। কারণ, এবার বাবা যেন অনেকটাই দূরে চলে যাচ্ছেন।