আগামী টানা কয়েকদিন রাজ্যে প্রবল তাপপ্রবাহ (Heat Wave) চলতে পারে বলে আগেই সতর্ক করেছে আবহাওয়া দফতর (Weather Office)। তার মধ্যেই রাজ্যে প্রবল গরমে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রবল গরমে কষ্ঠ সহ্য করতে না পেরেই মারা গিয়েছেন হাওড়ার (Howrah) এক টোটো চালক (Toto Driver)। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এই ব্যাপারে স্পষ্ট কারণ জানা যেতে পারে।
জানা গিয়েছে, হাওড়ার সানপুরে দুপুরে মৃত্যু হয় বাসু মণ্ডল (Basu Mandol) নামে ওই টোটো চালকের। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। প্যাসেঞ্জারের অপেক্ষায় বসেছিলেন বাসু। হঠাৎ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, গরমের জন্য মারা গিয়েছেন টোটো চালক।
আরও পড়ুন : তীব্র গরমে পুড়ছে বাংলা, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ নবান্নের
২৮ তারিখ পর্যন্ত পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়া দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে গরম আরও তীব্র হবে। ২৭ এবং ২৮ এপ্রিলও বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরের মালদহ, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারাও পুড়বে গরমে। ইতিমধ্যে পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছে। গতকাল বাঁকুড়ার তাপমাত্রা পারদ ছুঁয়েছিল ৪৩ ডিগ্রি। এটাই সর্বোচ্চ।