উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি সফর ছোট করেই কলকাতা ফিরছেন তিনি। যদিও ফেরার আগেই এই ঘটনায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশে ডিজির থেকে রিপোর্ট চেয়েছেন তিনি।
গত শুক্রবার নাবালিকা ধর্ষণের ঘটনায় মঙ্গলবার নতুন করে উত্তপ্ত হয় কালিয়াগঞ্জ। আদিবাসী সংগঠনের প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি আদিবাসী সংগঠনের আক্রমণে বেশ কয়েক জন পুলিশ জখম হয়েছেন বলে অভিযোগ।
গত শুক্রবারের ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করে, মেয়েটি আত্মহত্যা করেছে। এমনকী ময়নাতদন্তের রিপোর্টেও বিষপানে চিহ্ন মেলে। সেই রিপোর্ট অবশ্য অস্বীকার করেছে মৃতার পরিবার। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের চার জনকে সাসপেন্ড করা হয়েছে।