ঠিক যেন সুপ্ত কোনও আগ্নেয়গিরি। মাটি ফেটে গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। এমন অলৌকিক কাণ্ড দেখে নিমেষে চাঞ্চল্য ছড়ায় আসানসোলের জামুরিয়ার কেন্দার ধাওড়া পাড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার রাত থেকেই ওই এলাকার মাটি ফেটে রহস্যজনক ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়।
প্রসঙ্গত এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে এই এলাকায়। আসানসোলের এই অঞ্চল কার্যত অজানা আতঙ্কে ডুবে রয়েছে। আজ থেকে মাস তিনেক আগেই হঠাৎই বিকট শব্দে আকাশ থেকে একটি ভারী ধাতব গোলক আছড়ে পড়েছিল এই এলাকাতেই।কেউ বলেছিলেন কোনও ‘উল্কাপিণ্ড’, কেউ বা বলেছিলেন লোহা কারখানার যন্ত্রাংশ ছিটকে এসেই বিপত্তি ঘটেছিল।
কেন কীসের জেরে মাটি থেকে ধোঁয়া উঠছে তার স্পষ্ট কারণ যদিও এখনও বোঝা সম্ভব হয়নি। তবে, ওয়াকিবহালমহলের ধারণা আসানসোল সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ন এলাকা জুড়ে বহু কোলিয়ারি রয়েছে। সেইসমস্ত কয়লাখনিতে, কয়লা উত্তোলনের জন্য প্রায়শই ডিনামাইট বিস্ফোরণ করা হয়। এর আগে একাধিকবার আসানসোলের নানা অঞ্চলে রহস্যজনকভাবে পাথর উড়ে আসার ছবি দেখা গিয়েছে। কেউ কেউ এর সঙ্গে মহাজাগতিক রহস্যের সূত্র জুড়ে দেওয়ার চেষ্টা করলেও অচিরেই দেখা যায় সেসব ঘটনার পিছনে রয়েছে এসব খনিগুলিরই হাত। যদিও এই সমস্ত বিস্ফোরণ সমস্ত নিরাপত্তা অবলম্বন করেই করা হয় তবুও তার ছাপ লোকালয়ে এসে পড়ায় অতীতেও বহুবার এলাকার নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।