মাস কয়েক আগে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির একটি চা বাগানে ধর্ষণের শিকার হয়েছিল এক নাবালিকা। সেই ঘটনায় অভিযুক্ত এখন জেল হেফাজতে। ঘটনার পর থেকে শিলিগুড়ির সিডব্লুসি অনুমোদিত একটি হোমে থাকত ওই নাবালিকা। বুধবার, সকালে বাথরুম থেকে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
Calcutta HC Order: ২০১৬ সালের TET এর প্যানেল এখনই প্রকাশ নয়, স্থগিতাদেশ জারি ডিভিশন বেঞ্চের
নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে হোমের অন্যান্য আবাসিকরা, এরপর খবর দেওয়া হয় কর্তৃপক্ষ ও পুলিশকে। শিলিগুড়ি থানার পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। কেন ওই নাবালিকা আত্মহত্যা করল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।