আগে থেকেই তাপপ্রবাহ নিয়ে লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। অসহনীয় হয়ে উঠেছে গরম, দুপুর রোদে ঝলসে যাওয়ার জোগাড়। এমতাবস্থায় আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত এই তাপপ্রবাহ জারি থাকবে। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি, কোথাও কোথাও পারদ চড়েছে ৪৫ অবধিও।
শনিবার দেশে সর্বাধিক তাপমাত্রা ছিল ওড়িশার বারিপদায়, ৪৫.২ ডিগ্রি, আর টেম্পারেচারের নিরিখে দ্বিতীয় স্থানে বাঁকুড়া। শনিবার সেখানে তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
Loksabha Election 2024 : বাংলার আরও এক আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হাইভোল্টেজ কাঁথি থেকে লড়বেন কে ?
আগের বছরের সমস্ত রেকর্ড ভেঙে, এপ্রিলেই তাপমাত্রা ছুঁয়েছে ৪৫ ডিগ্রি। আজ কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বলা ভাল আগামী শনিবার অবধিও কোনোও লক্ষণ নেই গরম কমার।