বহরমপুর গার্লস কলেজের উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন সুতপা। বাড়ি মালদহের ইংরেজবাজারে হলেও পড়াশোনার জন্য বহরমপুরের সূর্য সেন রোডের গোরাবাজারে একটি মেসে থাকতেন তিনি। কিন্তু সেই পড়তে আসাই কাল হল। সোমবার পুরনো প্রেমিক সুশান্তের হাতে নৃশংসভাবে খুন(Murshidabad Murder Update) হয় মালদহের মেধাবী ছাত্রীটি। নৃশংসতার নমুনা দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন পুলিশের তাবড় তাবড় অফিসাররাও। একনজরে মুর্শিদাবাদ হত্যাকাণ্ডের(Murshidabad Murder Update) তদন্তের হাল-হকিকত।
গত ২ মে সন্ধ্যায় বহরমপুরের গোরাবাজার এলাকায় রাস্তার উপরেই আক্রান্ত হন এক তরুণী(Sutapa Chowdhury Murder Case)। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বার বার কোপানো হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খুনের কয়েক ঘন্টার মধ্যেই সমশেরগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে সুশান্তকে গ্রেফতার করা হয়। ধৃত সুশান্তের(Sushant Chowdhury) কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগেই পাওয়া যায় ব্লেড আর ছুরি। তাতে রক্তের দাগও ছিল। উদ্ধার হয় একটি খেলনা বন্দুকও।
আরও পড়ুন- Murshidabad Murder Update: তদন্তকারীদের হাতে সুতপাকে পাঠানো শেষ হোয়াটসঅ্যাপ, ভয়ঙ্কর পরিণতির হুমকি
মঙ্গলবার বিচারক সুশান্তকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে(Police Custody) রাখার নির্দেশ দেন। পুলিশি হেফাজতে থাকাকালীন জেরায় প্রথম দিকে চুপচাপই থাকত সুশান্ত। সুতপাকে খুন(Sutapa Chowdhury Murder Case) করার কথা স্বীকার করলেও তদন্তকারীরা সুশান্তের মধ্যে কোনও রকমের অনুশোচনা লক্ষ করেননি।
সুশান্তের পরিবারের তরফে জানানো হয়, সুতপার সঙ্গে তার প্রেমের সম্পর্ক(Love affairs) ছিল। অভিযোগ, সেই সম্পর্ক নিয়ে সুতপার(Sutapa Chowdhury Murder Case) পরিবারের লোকেরা তাঁকে মারধোর অবধি করে। কেড়ে নেওয়া হয় সুশান্তের ল্যাপটপ। সুতপার সমস্ত ছবি মুছে ফেলা হয় সেখান থেকে। অন্য দিকে, সুতপার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করত সুশান্ত। সুতপার বাবা জানান, তাঁর মেয়ে পাঁচ বার মোবাইলের নম্বর বদল করে।
সুতপার এক বান্ধবীর মাধ্যমেই সুশান্ত জানতে পারে, এক তরুণের সঙ্গে সুতপার সম্পর্ক তৈরি হয়েছে। সেই তরুণ জঙ্গিপুর কলেজে(Jangipur College) পড়েন। তাঁর সঙ্গে একটি শপিং মলে সিনেমা দেখতেও গিয়েছিলেন সুতপা। এরপরেই সে তার লক্ষ্য স্থির করে ফেলে। সেই মতোই সোমবার সন্ধ্যায় মেস থেকে অন্য এক জনের মাধ্যমে ডেকে পাঠিয়ে খুন(Sutapa Chowdhury Murder Case) করে সে।