ঠিক যেন বলিউড সিনেমার চিত্রনাট্য। ব্যবসায়ীর কাছে দেনা করেছিল প্রেমিকা। সেই টাকা ফেরত চেয়ের ব্যবসায়ীর হুমকি। প্রেমিকার অনুরোধ প্রেমিককে। তার প্রতিশোধ নিতেই ব্যবসায়ীর বুকে গুলি। নদিয়ার তাহেরপুরের ব্যবসায়ী রাজ ভৌমিকের খুনের ঘটনায় অবশেষে মুম্বই গিয়ে মুল অভিযুক্ত দেবব্রত বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে খুনের অস্ত্র।
জেলা পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় আগেই চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের সূত্র ধরেই উঠে আসে রাসমণি বিশ্বাস নামের এক মহিলার নাম। গত বুধবার রাসমণিকে গ্রেফতার করা হয়। জেরায় রাসমণি স্বীকার করে, রাজার থেকে সে পাঁচ লাখ টাকা ধার নিয়েছিল। কিন্তু সেই টাকা শোধ দেওয়ার ক্ষমতা ছিল না। অভিযোগ, টাকা চেয়ে বারবার রাজা তাকে হুমকি দিচ্ছিল।
সেই যন্ত্রণা সহ্য করতে না পেলে হবিবপুরে লিভ-ইন পার্টনার দেবব্রতকে সে সব জানায়। প্রেমিকার অনুরোধ ফেলতে পারেনি দেবব্রত। দিন সাতেক আগে রাজার বাড়িতে গিয়েই ব্যবসায়ীর বুকে গুলি করে এসেছিল। পুলিশ জানিয়েছে, অতি সাধারণ দেবব্রতর নামে পুলিশের খাতায় কোনও অভিযোগ নেই।
এই ঘটনায় দেবব্রত ছাড়া আরও দু জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম সৌরভ মজুমদার এবং হৃদয় মণ্ডল। দু’জনেরই বাড়ি নতুন পাড়ায়। সেখান থেকেই গ্রেফতার হন সৌরভ। হৃদয় গ্রেফতার হন রাজস্থানের জয়পুর থেকে।