খোলা মাঠের উপর দিয়ে ছুটছে ধুলোর কুন্ডলী। জলপাইগুড়ির এই ছবি এখন ঘুরছে সমাজমাধ্যমের পাতায়। এই ছবিকে দেখে আবহাওয়াবিদদের প্রাথমিক অনুমাণ, এই ছবি আর যাই হোক কালবৈশাখির নয়। কারণ, রবিবার শুধু কালবৈশাখি হলে উত্তরবঙ্গের এই জেলাকে এভাবে বিপর্যস্ত হতে হত না বলেই দাবি তাঁদের।
তবে, বঙ্গে টর্নেডোর ইতিহাস রয়েছে। নব্বইয়ের দশকে যার সাক্ষী ছিল পশ্চিম মেদিনীপুরের দাঁতন। ১৯৯৮ সালের এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ২৫০ জন মানুষ। এরপরে কখনও উত্তর ২৪ পরগনার হাবড়া আবার কখনও হুগলির ব্যান্ডেলের উপর দিয়ে বয়ে গিয়েছে টর্নেডো।
আলিপুরের মতে, রবিবারের জলপাইগুড়িতে যা হয়েছে, তা ছোটখাটো টর্নেডোর সমান। কারণ, জলপাইগুড়ির ছবির সঙ্গে মিল রয়েছে সম্প্রতি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার।