মাত্র ১০০ টাকার কোর্টপেপারে হস্তান্তর হল সদ্যোজাত। ঘটনাটি হুগলির চুঁচুড়ায়। বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে বিতর্ক।
২২ সেপ্টেম্বর এক পুত্র সন্তানের জন্ম দেন চুঁচুড়ার সুগন্ধা এলাকায় অবস্থিত ইটভাটার এক মহিলা কর্মী। জানা গিয়েছে, এরপর ২৭ তারিখ রীতিমতো কোর্ট পেপারে লিখিত ভাবে ওই সন্তানকে বুলু মণ্ডল নামে এক মহিলার হাতে তুলে দিয়েছেন তিনি। কারণ হিসেবে লেখা রয়েছে, সন্তানকে পালন করার মতো আর্থিক সামর্থ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও বুলু মণ্ডল জানিয়েছেন, এক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়নি। ঘটনার খবর পেয়েই বুলু মণ্ডলের বাড়িতে পৌঁছন কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী। দত্তক নেওয়ার পুরো প্রক্রিয়াটি যে আইন মেনে হয়নি তা বোঝাতে শুরু করেন।
এদিকে ইটভাটার মহিলা কর্মীর স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ বলে জানা গিয়েছে। তবে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা যায়নি।