২৯ জুলাই ছিল বিশ্ব ব্যাঘ্র দিবস। এই বাঘ দিবসে সুখবর শুনিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছেন, ‘সুন্দরবনে বাঘের (Royal Bengal Tiger)সংখ্যা বেড়েছে।’
চোরাশিকারিদের উৎপাতে একটা সময় ক্রমশ কমে যাচ্ছিল বাংলার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। মন্ত্রীর দাবি, সরকার এখন বাঘেদের সুরক্ষায় জোর দিতে চোরাশিকারীদের তাণ্ডব কমেছে। যার ফলে বেড়েছে বাঘের সংখ্যা। সুন্দরবনে গত এক বছরে ৩৮টি বাঘ বেড়েছে। বাঘেদের এলাকার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার আলিপুরদুয়ারে বন দফতরের বৈঠকের পর এই খবর জানিয়েছেন জ্যোতিপ্রিয়। এছাড়া বক্সার জঙ্গলে ১১টি বাঘ রয়েছে বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয়।
Commonwealth Games:কমনওয়েলথে ফের ভারোত্তোলনে পদক ভারতের, ব্রোঞ্জ জিতলেন গুরুরাজা পূজারি
সম্প্রতি গোটা দেশে বাঘ সুমারি হয়ে গেছে। তার রিপোর্ট এখনও প্রকাশ করেনি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। কিন্তু সেই সুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন রাজ্যের বনমন্ত্রী। শুক্রবার বক্সা বাঘ্র প্রকল্পের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন তিনি।