তার নির্দেশেই গত পাঁচই জানুয়ারি ইডির উপর হামলা চালানো হয়েছিল। পুলিশের দাবি, রাতভর জেরায় একথা স্বীকার করেছে গ্রেফতার তৃণমূল নেতা শেখ শাহজাহান। বসিরহা্ট মহকুমা আদালতকে দেওয়া নথিতে এই স্বীকারোক্তির উল্লেখও করা হয়েছে। তদন্তকারীদের দাবি, শাহজাহান জানিয়েছেন, ওই দিন সরবেড়িয়ায় ইডিকে আক্রমণে তিনি ছিলেন মাস্টারমাইন্ড।
বুধবার রাতে মিনাখাঁ থেকে গ্রেফতারের পর এদিন শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। ৫৫ দিন নিখোঁজ থাকা শাহজাহানকে দেখা গিয়েছে সাদা কুর্তা-পায়জামায়। গায়ে ছিল মোদী কোট এবং পায়ে সাদা স্নিকার্স। হেঁটেই এজলাসে ঢোকেন এই তৃণমূল নেতা। বেরিয়ে যান কোনও উত্তর না দিয়ে।
শাহজাহানের গ্রেফতারির পর ফের নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয় সন্দেশখালিতে। রাজ্য প্রশাসন জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ৪৯টি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উল্লেখ্য, গত পাঁচই জানুয়ারি আঙ্কুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সি ইডিকে।