ভোটের আগেই কমিশনের খাতায় সেই কোচবিহার। মঙ্গলবারের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিল পুলিশ। এই অবস্থায় পরিস্থিতির উপর নজর রাখছে কমিশন। মঙ্গলবার রাতে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয় দিনহাটা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মারপিটের ঘটনায় উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি।
এই ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে জেলার পুলিশ সুপারের দফতর ঘেরাওয়ের চেষ্টা করেন বিজেপি সমর্থকরা। অনেক আগেই তাঁদের আটকে দেওয়া হয়। কমিশন জানিয়েছে, এই ঘটনায় এফআইআর দায়ের করছে তৃণমূল কংগ্রেস। তার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাস্থলে গিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে এই ধরণের ঘটনা বরদাস্ত নয়। দুই মন্ত্রীকেই কার্যত সতর্ক করেছেন রাজ্যপাল।