সপ্তাহান্তে ভরপুর হেমন্তের আমেজ, সকালে গায়ের উপর টেনে নিতে হচ্ছে হালকা চাদর। সারাদিন তাপমাত্রা থাকছে মনোরম। এবার সিত্রাং এর জেরে অক্টোবরেই হিমেল হাওয়ার ঝাপট লেগেছে বাঙালির গায়ে। গত ১০ বছরের রেকর্ড ভেঙে চলতি বছর শীতলতম অক্টোবর উপভোগ করেছে বঙ্গবাসী। এই মুহুর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি। তবে হাওয়া অফিসের পূর্বাভাস ফের আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্বচাপ। এর জেরে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলত পরিস্কার থাকবে।
আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করবে। যেটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে কলকাতায় তেমন প্রভাব না পড়লেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে।