টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তে তৃণমূল কংগ্রেস সাংসদকে হাজির হতে হয়েছিল লোকসভার এথিক্স কমিটির সামনে। যদিও ওই বৈঠক থেকে একপ্রকার রেগে বেরিয়ে এসেছিলেন মহুয়া। তার কয়েকদিন পর একটি রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। সেখানে মহুয়ার সাংসদ পদ খারিজ করা হবে, এই সুপারিশ করা হয়। সোমবার, আনুষ্ঠানিক ভাবে তৃণমূল সাংসদের লোকসভার সদস্যপদ খারিজ করার সুপারিশ জমা দেওয়া হবে লোকসভায়।
তবে এতেই খারিজ হবে না মহুয়ার সাংসদ পদ। যে রিপোর্ট পেশ করা হবে, তার ভিত্তিতে বাকি সদস্যরা ভোট দেবেন। সেই ভোট যদি রিপোর্টের পক্ষে বেশি হয় তবেই খারিজ হয়ে যেতে পারে মহুয়ার সাংসদ পদ।
West Bengal BJP: শুভেন্দুর সাসপেনশনের পাল্টা মুখ্যমন্ত্রীকে বয়কট বিজেপির, উল্টো সুর দিলীপ ঘোষের
নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে মহুয়ার পাশে থেকে মুখ্যমন্ত্রী বলেন, "মহুয়াকে লোকসভা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা ওদের (বিজেপির)। এর ফলে নির্বাচনের আগে ওকে আরও জনপ্রিয় করে তুলবে। ও যেটা সংসদের ভিতরে বলবে এখন বাইরে বলবে।"