ছাগল খেতে গিয়ে নিজেই পাকড়াও কুলতলির (Kultali) ত্রাস রয়্যাল বেঙ্গল (Royal Bengal tiger)। বৃহস্পতিবার ভোররাতেই বন দফতরের পাতা জালে ধরা পড়ে সে। অনেক চেষ্টা করলেও নিজেকে ছাড়াতে পারেনি। তার (Royal Bengal tiger) নিষ্ফল গর্জনে প্রাণপাখি খাঁচাছাড়া হওয়া উপক্রম হয় আশেপাশের বাসিন্দাদের।
আরও পড়ুন: নিশানা সেই কংগ্রেসকে, পরিবারতন্ত্রেই দেশের অবক্ষয়, খোঁচা প্রধানমন্ত্রীর
বুধবার কুলতলি (Kultali) ব্লকে দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ম্যানগ্রোভের বাদাবনে (Sundarbans) তার টাটকা পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারাl তারপর বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কুলতলি বিটের (Kultali) বনকর্মীরা বাঘের পায়ের ছাপ অনুসন্ধান করতেই তার সাক্ষাৎ মেলেl
ঘটনাস্থলে পৌঁছে বন দফতরের এডিএফও অনুরাগ চৌধুরীর নির্দেশে বাঘটি যেখানে ঘাপটি মেরে ছিল সেই এলাকা নাইলনের জালের সঙ্গে স্টিলের জাল দিয়ে ঘিরে ফেলা হয়l সন্ধ্যায় সেখানে পাতা হয় ছাগলের টোপ আর তাতেই বাজিমাত!
বৃহস্পতিবার ধরা পড়া ওই বাঘের (Kultali Royal Bengal Tiger) বয়স আনুমানিক ৪ থেকে ৫ বছর। শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করবেন পশু চিকিৎসকরা।