হাত শক্ত করল নির্দল। তাদের সাহায্যেই পুরুলিয়ার ঝালদায় ফের পুরসভা দখল করল কংগ্রেস। সোমবার আদালতের নির্দেশে চেয়ারম্যান নির্বাচনে সাত-শূন্য ভোটে জিতল কংগ্রেস। ঝালদা পুরসভার নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন শীলা চট্টোপাধ্যায়। ১২ আসনের এই পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর ৫ জন। তৃণমূলেরও একই সংখ্যক কাউন্সিলর আছেন। এ ছাড়া ২ নির্দল কাউন্সিলরের এক জন যোগ দেন কংগ্রেসে। কলকাতা হাই কোর্টের নির্দেশে ওই পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে তাই নিয়ে ২৪ ঘণ্টা ধরে উত্তেজনার পরিস্থিতি ঝালদায় ।
রাজ্যের বাকি পুরসভার সঙ্গেই ভোট হয়েছিল পুরুলিয়ার ঝালদায়। কিন্তু কংগ্রেস নেতা তপন কান্দুর খুনের জেরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। প্রথমে এই পুরসভা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। তার বিরুদ্ধে আদালতে গিয়েছিল কংগ্রেস। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই পুরসভায় স্থগিতাদেশ জারি হয়। মূলত, এই পুরসভায় কার্যত আচমকাই চেয়ারপার্সন নিয়োগ করেছিল রাজ্য। তার বিরোধিতায় আদালতে গিয়েছিল কংগ্রেস।
এদিন সকাল থেকে জারি ছিল ১৪৪ ধারা। নির্ধারিত সময়েই পুরসভায় দেখা যায় ২ নির্দল কাউন্সিলর-সহ ৫ কংগ্রেস কাউন্সিলরকে। অন্য দিকে, তৃণমূলের কাউন্সিলরা পুরসভায় হাজির থাকলেও ভোটদানে অংশ নেননি। শেষ পর্যন্ত ২ নির্দল কাউন্সিলরের সমর্থনে আবার পুরসভার চেয়ারম্যান হলেন শীলা চট্টোপাধ্যায়।