রাজ্যে ফের বেকার হলেন ৯৪ জন প্রাথমিক শিক্ষক। তাঁদের নিয়োগপত্র বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অভিযোগ, এই ৯৪ জন এতদিন টেট ছাড়াই চাকরি করেছেন। পর্ষদ সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই ওই শিক্ষকদের নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁরা সকলেই ২০১৪ সালে টেট পরীক্ষার্থী ছিলেন বলেই দাবি। চাকরি হয়েছিল দু বছর পর।
সম্প্রতি আদালতের নির্দেশে ৯৬ জন প্রাথমিক শিক্ষককে তথ্য যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল। তাঁদের তথ্য যাচাই করে পর্ষদের রিপোর্ট, এরমধ্যে ৯৪ জন বেআইনি ভাবে চাকরি পেয়েছেন। এমনকী, ওই শিক্ষকরা স্বীকার করেছেন, তাঁদের নিয়োগে অনিয়ম ছিল।
পর্ষদের বক্তব্য, নথি খতিয়ে দেখে জানা গিয়েছে, ওই ৯৪ জন শিক্ষক টেট উত্তীর্ণ না হয়েই চাকরি পেয়েছেন। হাই কোর্টের নির্দেশ, তাঁদের নিয়োগ বাতিল নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে পর্ষদকে।