শ্বাসকষ্ট নিয়ে কোনও শিশু হাসপাতালে ভর্তি হলে তাকে কোনও ভাবেই রেফার করা যাবে না। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অ্যাডিনোভাইরাস রুখতে এই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। ১০ দফার নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি হাসপাতালের শিশুরোগ বিভাগকে সজাগ থাকতে হবে। দ্রুত চিকিৎসার স্বার্থে আলাদা করে শিশুরোগ বিভাগ চালু করতে হবে। শ্বাস কষ্ট নিয়ে কোনও শিশু ভর্তি হলে, তাকে রেফার করা যাবে না। অক্সিজেন, ভেন্টিলেটর-সহ বাকি সামগ্রী মজুত রাখতে হবে। শিশুদের এই ভাইরাস থেকে রুখতে সচেতন করবেন আশাকর্মীরা। প্রতি হাসপাতালে জরুরি ভিত্তিতে হবে স্যানিটাইজেশনের কাজ ।
রাজ্যে বাড়ছে অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) দাপট। শিশু হাসপাতালগুলির আইসিইউ ও জেনারেল বেডে পরিস্থিতি উদ্বেগজনক। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, রাজ্যের হাসপাতাল গুলিতে বেডের অবস্থা খতিয়ে দেখা হবে। মূলত মমতার নির্দেশেই জারি হয় এই নির্দেশিকা।
এখনও হাসপাতালগুলিতে সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণের মতো উপসর্গ দেখা যাচ্ছে। আপাতত সরকারি হাসপাতালগুলির পেডিয়াট্রিক ওয়ার্ডে যে সমস্ত বাচ্চারে সুস্থ হয়ে যাচ্ছেন, তাঁদেরকে দ্রুত রিলিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷