সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্ত শুরু করল রাজ্য পুলিশ। রাজ্যের মহিলা কমিশনের রিপোর্টের ভিত্তিতে সোমবারই এই ব্যাপারে ১০ সদস্যের কমিটি তৈরি করা হয়। মঙ্গলবার ঘটনার তদন্ত শুরু করলেন রাজ্যের দুই মহিলা অফিসার। এদিন সন্দেশখালি থানায় যান ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র এবং ডিআইজডি পদমর্যাদার দেবস্মিতা দাস।
গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। এই ঘটনায় নারী নির্যাতনের অভিযোগ করা হয়েছিল। যদিও সোমবার ঘটনাস্থলে যায় রাজ্য মহিলা কমিশন। চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, তাঁরা এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেছেন। তাতে সবাই যে নির্যাতনের অভিযোগ করেছেন, এমন নয়।
তবুও এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চায় না রাজ্য। সোমবার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজেকে তাঁদের ভাই বলেই সম্বোধন করেছিলেন তিনি।