বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে পর্যটনে উপরে আরও জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের পর্যটনকে শিল্পের মর্যাদা দিলে অনেক বড় বড় সংস্থা বিনিয়োগে উৎসাহী হবে। এর জেরে রাজ্যে অনেক কর্মসংস্থান বাড়বে, পর্যটকদেরও উৎসাহ বাড়বে। সেই সিদ্ধান্তে সিলমোহর দেয় রাজ্যের মন্ত্রিসভাও।
ICC ODI World Cup 2023 : ম্যাড-ম্যাক্সে মুগ্ধ বিরাট, কী বললেন বন্ধুর ইনিংস দেখে
পর্যটনকে শিল্পের মর্যাদা দিলে, সেই বিনিয়োগে সমস্ত সুবিধা মিলবে শিল্পপতিদের। তাই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে অত্যন্ত কার্যকরী বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। গত সেপ্টেম্বরে বাবুলের থেকে ইন্দ্রনীল সেনকে পর্যটনের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার শিল্পে আরও গতি আনতে চাইছে নবান্ন।