আমূল পরিবর্তন আসতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। ধাঁচ থেকে সিলেবাস সবই বদলাতে চলেছে। প্রায় ১১ বছর বাদে উচ্চমাধ্যমিকের সিলেবাস বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এব্যাপারে, ইতিমধ্যেই নাকি প্রাথমিক বৈঠকও সেরে ফেলা হয়েছে। প্রায় ৪৭টি বিষয়ের সিলেবাস বদলানোর কথা, এর জন্য আলাদা আলাদা সব কমিটিও তৈরি করা হয়েছে। ২০২৬ এর উচ্চ মাধ্য়মিক পরিক্ষার্থীরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবেন।
Mega Trade Fair: ১৭টি দেশ, ভারতের ২২টি রাজ্যের জিনিসপত্রের সম্ভার নিয়ে মেলা বসেছে কলকাতায়! যাবেন নাকি?
প্রধানত বদলাবে পাঠ্য বইয়ের ধাঁচ। যুগোপযোগী বিষয় পড়ানো হবে। শুধু সিলেবাস নয়, বদল আসতে পারে পরীক্ষা পদ্ধতিতেও। ৪টি সেমিস্টারে ভেঙে দেওয়া হতে পারে একাদশ, দ্বাদশ। ২৬ সাল থেকেই এই নিয়ম কার্যকরী হওয়ার কথা।