রাজ্যে পঞ্চায়েত ভোটেই আগেই অনেকটাই আয়ত্তে আসবে বাজারদর। এমনটাই দাবি টাস্ক ফোর্সের। মঙ্গলবার হুগলির বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দাবি করেছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তাঁর দাবি, গত কয়েকদিনের তুলনায় হুগলির বাজারগুলিকে কাঁচালঙ্কার দর সামন্য বেশি হলেও, টম্যাটোর দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের কর্তা।
রাজ্যের বাজারদর নিয়ন্ত্রণে সোমবার থেকে লাগাতার অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। কেন বাজার দর হঠাৎ করে আকাশ ছোঁয়া হল, সেই দিকেও নজর রাখা হচ্ছে। মঙ্গলবার হুগলির বেশ কয়েকটি বাজারে যান এই দলের সদস্যরা। কথা বলেন স্থানীয় ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে।
রবীন্দ্রনাথ জানিয়েছেন, বৈদ্যবাটীর নিয়ন্ত্রিত বাজারে লঙ্কার দাম কলকাতার তুলনায় বেশি। তিনি জানিয়েছেন, কলকাতায় পাইকারি দরে লঙ্কা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকায়। তবে বৈদ্যবাটীতে কাঁচালঙ্কার পাইকারি দর কেজি প্রতি ১২০ টাকা। তবে কলকাতার তুলনায় টোম্যাটোর দাম হুগলির বাজারে কিছুটা কম বলেও দাবি তাঁর।