নিয়ম না মানলে উচ্চশিক্ষা দফতরকে জানিয়ে বেশ কিছু বিএড কলেজের অনুমোদন বাতিলের কথা আগেই জানিয়েছিলেন রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ , এবার তিনি হুমকি পাচ্ছেন একের পর এক, তাই এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। বিকাশভবনে মেল করে এই কথা জানিয়েওছেন তিনি।
এই ঘটনায় বিরক্ত প্রকাশ করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, যিনি হুমকি পাচ্ছেন তাঁর পদত্যাগ করা উচিত। ঘটনাকে ‘তুঘলকি কাণ্ড’ বলেও বর্ণনা করেছেন তিনি।
উপাচার্য জানান , পরিকাঠামোগত গলদ থাকায় ২৫৩টি বেসরকারি বিএড কলেজের সরকারি অনুমোদন আপাতত ‘বাতিল’ করা হয়েছিল, আর সেসব এইমুহূর্তে রিনিউ হবে না বলেও জানানো হয়েছিল। উপাচার্যের অভিযোগ তখন থেকেই থ্রেট পাচ্ছেন তিনি। নিরাপত্তার কথা ভেবেই কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন তিনি।