গুজরাতে মোরবি সেতু দুর্ঘনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ওই দুর্ঘটনাতেই ব্রিজ ভেঙে মৃত্যু হয় পূর্বস্থলীর বছর ১৭ এর যুবকের। সোমবার রাত ২টা ৩০ মিনিট নাগাদ মৃত ওই যুবকের নিথর দেহ এসে পৌঁছয় পূর্বস্থলীর কেশববাটির গ্রামের বাড়িতে। যুবকের মৃতদেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন, সারা গ্রাম জুড়ে শোকের আবহ।
মৃত যুবকের পরিবার সূত্রে খবর, কেশববাটির গ্রামের ওই যুবক গুজরাতে কাকার কাছে গিয়েছিল সোনার কাজ শিখতে। দুর্ঘটনার দিন সন্ধ্যায় আর পাঁচজনের মতো সেও ব্রিজে উঠেছিল। আর সেইদিনই ভেঙে পড়ল ব্রিজ। সোমবার গভীর রাতে কেশববাটির বাড়িতে খবর পৌঁছয় হাবিবুল সেখ নামের ওই যুবকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
ওই রাতে যুবকের বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচী, পূর্বস্থলী থানার আইসি সন্দীপকুমার গঙ্গোপাধ্য়ায় পূর্বস্থলী ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বদরুল আলম মণ্ডল সহ বিশিষ্টজনেরা।