বাইক থেকে টেনে নামিয়ে এক যুবককে মারধরের জেরে বছর ২৬ এর যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য হুগলির পান্ডুয়ার দ্বারবাসিনী এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই দুই জনকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ| নিহতের নাম আশিস বাউল দাস|
অভিযোগ, গত বৃহস্পতিবার নিহত আশিস,একটি মেলা দেখে ফিরছিলেন বাইকে চেপে | তাঁর বাড়ি থেকে অনতিদূরে একটি মনসা পুজোয় মাইক বাজানো ঘিরে একটা বচসা চলছিল |
ওই রাস্তা দিয়ে আসার সময়, আশিসের বাইকের সামনে একজন চলে আসে, কিন্তু কোনওরকম দুর্ঘটনা ঘটেনি| এরপরেই আশিসকে, জামার কলার ধরে টেনে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ | কোনওরকম বাহদুর তাঁকে বাঁচিয়ে বাড়ি নিয়ে গেলেও, বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন আশিস | শুরু হয় রক্তবমি| তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল পান্ডুয়া হাসপাতালে। এরপর তিন হাসপাতাল ঘুরে মৃত্যু হয় আশিসের |