রাজ্যে মোট শিক্ষকদের শূন্যপদ রয়েছে ৭৮১টি। বিধানসভার একটি প্রশ্নত্তর পর্বে এই তথ্য তুলে ধরেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন উচ্চ মাধ্যমিকে ১৩টি, মাধ্যমিকে ২৮টি, উচ্চ প্রাথমিকে ৪৭৩টি এবং প্রাথমিকে ২৬৭টি আসন ফাঁকা রয়েছে। অতি দ্রুত এই আসনগুলি পূরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
যদিও শিক্ষামন্ত্রীর এই জবাবের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ সারা রাজ্যে প্রায় ৩ লাখ শূন্যপদ রয়েছে। তার জবাবে ব্রাত্য বসুর দাবি, পুরনো হিসেব অনুযায়ী ৭৮১টি শূন্যপদ রয়েছে।
শিক্ষামন্ত্রীর দফতরের ওই দাবির পর প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য সরকারের তরফে তাহলে কোন দাবি সঠিক? এবিষয়ে শিক্ষক আন্দোলনের নেতা সুশান্ত ঘোষ জানিয়েছেন,রাজ্য সরকারের তরফেই অতীতে কয়েক হাজার শূন্যপদের বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু বর্তমানে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ তাঁর।