পঞ্চায়েতের ভোট গণনায় এবার সিপিএমকে ভোট দেওয়া ব্যালট বাইরে ফেলে দেওয়ার অভিযোগ। বালির জগাছা পল্লীমঙ্গল স্কুলের এই ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সিপিএমকে ভোট দেওয়া ব্যালট ইচ্ছাকৃত ভাবে বাইরে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগ গণনা কেন্দ্রের জ্বানলা দিয়ে এই ব্যালট বাইরে ফেলে দেওয়া হয়। যার প্রতিবাদে বিক্ষোভ দেখান সিপিএম সমর্থকরা।
এদিকে, ভোটের পর গণনার দিনেও বালিতে সিপিএম নেত্রী দীপ্সিতা ধরের মাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। গণনাকে কেন্দ্রকে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকেও। সেখানে পুলিশকে লাঠি চালাতে হয়েছে। এই পরিস্থিতিতে ভোট শান্তি ভাবে হলেও গণনার দিন বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে পুরুলিয়া থেকে।
ভোটগণনাকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি । এবার উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁয় । বিজেপির সঙ্গে বচসায় মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর । অন্যদিকে, হাবরার গণনাকেন্দ্র থেকে সিপিএম এজেন্টকে মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ।
বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ে গণনাকেন্দ্রে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপির । সেইসময় বেশ কয়েক জনকে গণনাকেন্দ্র থেকে বার করে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । তাঁদের উপর চড়াও হন বিজেপি কর্মীরা । এরপরই তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা শুরু হয় । অভিযোগ দু’পক্ষের মধ্যে মারধরও শুরু হয় । বচসা চলাকালীন দুই তৃণমূল কর্মীর মাথা ফেটেছে বলে দাবি শাসকদলের । তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে বলে খবর ।