পুজোর আগে রবিবার মানেই টুকটাক শপিং-এ যাওয়ার থাকে। কিন্তু ঘূর্ণাবর্তর জোড়া ফলা, কিংবা নিম্নচাপের চোখ রাঙানিতে গত কয়েকটা রবিবার বৃষ্টিতে প্ল্যান মাটি হয়েছে। কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
Morocco Earthquake: মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাপিয়ে গেল ২০০০! ত্রাণ পাঠাচ্ছে বিশ্বের নানা দেশ
কিন্তু বৃহস্পতিবার থেকে ফের আকাশের মুখ হতে পারে ভার। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।