তিনি কোনও রকম দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশবাবু। বাগডোগরা থেকে বিমানে কলকাতা ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুবীরেশ জানান, তিনি কোনও দুর্নীতি করেননি। তাঁর কথায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) আধিকারিকদের জিজ্ঞাসা করলেই জানা যাবে তাঁরা কী পেয়েছেন।
উল্লেখ্য, বুধবার সুবীরেশের বাড়ি এবং অফিসে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। শিলিগুড়ির বাড়ির পাশাপাশি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু বাঁশদ্রোণীর ফ্ল্যাটে কেউ না থাকায় তল্লাশি করা যায়নি। ওই ফ্ল্যাটটি সিল করে নোটিশ লাগিয়ে দিয়েছে সিবিআই। পরে সেখানে তল্লাশি করা হতে পারে।
Bilkis Bano Case: বিলকিস মামলায় গুজরাত সরকারকে নোটিস শীর্ষ আদালতের
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের কাছে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটির দেওয়া রিপোর্টে নাম রয়েছে সুবীরেশের।ওই রিপোর্ট অনুযায়ী, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি।