২০১৯ সালের পর আর বসন্ত উৎসব হয়নি বিশ্বভারতীতে৷ এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বসন্ত উৎসব তো হবে না বটেই, পর্যটকদের জন্য দোলের দিন থাকছে একগুচ্ছ বিধিনিষেধ। রবীন্দ্রভবন-সহ আশ্রম চত্বর পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
গত বছর বসন্ত উৎসব হয়নি ঠিকই, তবে তার পরিবর্তে বসন্ত বন্দনা হয়েছিল বিশ্বভারতীতে। সেই অনুষ্ঠানে পর্যটক-সহ বাইরের কারও প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে ক্যাম্পাসে পর্যটকদের ঘোরাঘুরিতে বাধা ছিল না।
Sukanta Majumdar: 'মাফলারের পর হাওয়াই চটি', কেজরি গ্রেফতার হতেই মমতাকে বিঁধলেন সুকান্ত
বুধবার জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক এবং বিশ্বভারতীর বিভিন্ন ভবনের অধ্যক্ষ, আধিকারিকরা। বৃহস্পতিবারও বৈঠক হয়। সম্প্রতি শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বসন্ত উৎসবে সাধারণত লাখখানেক পর্যটক হয়। ভিড়ের চাপে ঐতিহ্যক্ষেত্রগুলির ক্ষতির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। তাই বন্ধ থাকছে বসন্ত উৎসব।