এবার খোদ পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে রাতের অন্ধকারে ‘চুরি’। গভীর রাত্রে একদল দুষ্কৃতী বাগানবাড়ির তালা ভেঙে জিনিসপত্র বের করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুড়ি গ্রামে কাঁটাখাল-উত্তরভাগ রাস্তার পাশেই পার্থ চট্টোপাধ্যায়ের এই সুবিশাল বাগানবাড়ি। বুধবার রাত একটা নাগাদ চারজনের দুষ্কৃতীর একটি দল তালা ভেঙে বাড়িতে ঢোকে। তারপর জিনিসপত্র বের করে একটি চার চাকা গাড়িতে করে পালিয়ে যায়।
আরও পড়ুন- Arpita Mukherjee: বেলঘড়িয়ার ফ্ল্যাটেও 'টাকার পাহাড়', অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার ৫০ কোটি
এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাস্তা থেকে একটু দূরে রাখা ছিল চার চাকার গাড়ি। এরপর চারজন সেই গাড়ি থেকে নামে। তারপর গেটের তালা ভাঙে। অনেক রাত্রে আওয়াজ হচ্ছিল। সেই কারণে আমরা উঠি। ওরা প্রত্যেকে লম্বা-লম্বা লোক ছিল। চারজনই কালো-কালো পোশাক পরা। দেখলাম বস্তা ভর্তি-ভর্তি করে কী সব জিনিস নিয়ে গেল। গাড়ি ভর্তি করে নিয়ে চলে গেল। ওদের হাতে অস্ত্র ছিল। আমায় দেখে বলল বাড়িতে চলে যাও নয়ত খারাপ হবে।’