'মেয়েকে গ্রেফতার করা অন্যায়।’ অবশেষে সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, বুধবার দিল্লিতে টানা জেরার পর এই তৃণমূল নেতার মেয়েকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির দাবি, সুকন্যাকে জেরায় গরুপাচার সংক্রান্ত একাধিক তথ্য মিলেছে। তবে অধিকাংশ প্রশ্নই এড়িয়ে যান অনুব্রত-কন্যা।
গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হতেই ইডি রাডারে চলে আসেন সুকন্যা মণ্ডল। এরপর তাঁকে বেশ কয়েকবার দিল্লিতে হাজিরার নির্দেশ দিলেও তা এড়িয়ে যান সুকন্যা। অবশেষে গত বুধবার ইডির মুখোমুখি হন অনুব্রত-কন্যা। সেখানেই তাঁকে টানা জেরার পর অবশেষে গ্রেফতার করতে বাধ্য হয় ইডি। বর্তমানে বাবা এবং মেয়ে তিহাড় জেলেই বন্দি রয়েছেন। ৩০ এপ্রিল ফের সুকন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
আরও পড়ুন- Gold price today: কমল সোনার দাম, মে মাসের প্রথমদিনেই খানিকটা স্বস্তিতে ক্রেতারা