শনিবার সকাল থেকে ফের এক দলমার (Dalma) দাঁতালের দাপটে সরগরম ঝাড়গ্রামের (Jhargram) চন্দ্রী এলাকা। ৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই এলাকায় এদিন ভোরে থেকে দাপট চালিয়ে আপাতত জঙ্গলে আশ্রয় নিয়েছে এই হাতি (Elephant)। বন দফতর (Forest Department) সূত্রে জানা গিয়েছে, কোনও ভাবেই এই দাঁতালকে বাগে আনা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ চন্দ্রী এলাকার একটি বাড়িতে প্রথম হানা দেয় হাতিটি। এরপর একটি সব্জি ক্ষেতে তাণ্ডব চালায়। এমনকী একটি ধান জমিও নষ্ঠ করে দিয়েছে বলে জানা গিয়েছে।
গত সপ্তাহ থেকেই জঙ্গলমহলের (Jhangalmahal) বিভিন্ন এলাকা ঘুরে দাপট দেখাচ্ছে এই দাঁতাল। বাঁকুড়ায় (Bankura) এই দাঁতালের আক্রমণে এক মহিলার মৃত্যু (A women died) হয়েছিল। স্থানীয়দের দাবি, এই দাঁতাল এতটাই আক্রমণাত্মক যে কাছে ঘেঁষা যাচ্ছে না। তাই কোনও ভাবে এই হাতিকে বাগে আনতে পারছে না বন দফতরও।
স্থানীয়দের দাবি, ভোর থেকে বেলা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকায় ঢুকে ধান ও সব্জি নষ্ঠ করে দিয়ে আবার জঙ্গলের দিকে চলে যাচ্ছে এই দাঁতাল। তার কাছে যাওয়ার চেষ্টা করলে পাল্টা আক্রমণ করে গ্রামবাসীদের কোণঠাসা করে দিচ্ছে।