চাকরিহারা শিক্ষকরাও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরিদর্শক হতে পারবেন। এমনটাই জানাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এমনকি চাকরি হারানো শিক্ষকদের গার্ড দেওয়া নিয়েও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে বাঙুরের একটি স্কুলে দুজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, চাকরিহারা শিক্ষকদের গার্ড দেওয়া নিয়ে কোনও বিধিনিষেধ রাখা হচ্ছে না।
শুক্রবার জয়েন্ট এনট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, আদালতের রায়ে যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের গার্ডের দেওয়া নিয়ে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষের তরফে সবরকম সাহায্য চাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ যেমন আয়োজন করবেন সেই ভাবেই পরীক্ষা আয়োজন করবে বোর্ড।