ফের বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীর। পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজ বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে বিশ্বভারতীর ওই ছাত্রীদের অভিযোগ, তাঁদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শরীরিক এবং মানসিক নির্যাতন করা হত। সঙ্গে অশ্লীল মেসেজ করতেন বলেও দাবি ওই ছাত্রীদের।
শনিবার এই অভিযোগে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন তিন ছাত্রী। থানায় উপযুক্ত তথ্য প্রমাণ সঙ্গে নিয়েই অভিযোগ জানান তাঁরা। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জানান, রাত কাটানোর প্রস্তাবও দেন ওই অধ্যাপক, নইলে ‘ব্যাক’ দিয়ে দেবেন এমন হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।
Zomato Boy: পিঠে বইছেন অন্যের খাবার, ট্রাফিক জ্যামে আটকে UPSE-এর পাঠ নিচ্ছেন জোম্যাটো বয়, ভিডিও ভাইরাল
এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপককে ফোন করা হলে তিনি জানান, তিনি বোলপুরে নেই। তাঁর দাবি, যদি কোন পড়ুয়াকে ম্যাসেজ করা হয় তাহলে পড়াশোনার বিষয়ে করা হয়েছে।