বন্ধুর মোবাইল থেকে তাঁর প্রেমিকার নগ্ন ছবি হাতিয়ে নিজের মোবাইলে (Mobile) নিয়েছিল এক যুবক। এরপর সে বন্ধুর প্রেমিকাকে ব্ল্যাকমেল শুরু করে। বিষয়টি জানতে পেরে ওই যুবককে প্রকাশ্যে চড় মারে তার বন্ধু এবং যুবকের মোবাইল থেকে ওই ছবি ডিলিটও করে দেয়। এর প্রতিশোধ নিতে বন্ধুকে মদ খাইয়ে শ্বাসরোধ করে খুন করে ওই যুবক। পুরাতন মালদায় (Old Maldah) গত শনিবার এই ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের তদন্তে নেমে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ। হত্যার চার দিনের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার মালদহের বাইপাস রোডের একটি ধানক্ষেত থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ। জানা যায়, ওই যুবকের নাম মহম্মদ ইব্রাহিম। বয়স ২২। কিন্তু কেন তাঁকে খুন করা হল তা নিয়ে ধন্দে ছিল পুলিশ। তদন্তে নেমে পুলিশ ইব্রাহিমের তিন বন্ধুকে গ্রেফতার করে। তাদের মধ্যে মূল অভিযুক্ত ইয়াকুব শেখ। মালদহ শহরের গয়েশপুরের বাসিন্দা সমীর শেখকেও গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: শুভেন্দু সহ সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার, ঘোষণা স্পিকার বিমানের
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, ইব্রাহিমের মোবাইলে তাঁর প্রেমিকার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছিল। অভিযোগ, সেই ছবি ইব্রাহিমের মোবাইল থেকে হাতিয়ে নেয় ইয়াকুব। এরপর সেই ছবি দেখিয়ে ওই তরুণীকে ব্ল্যাকমেল করে ইয়াকুব। বিষয়টি ইব্রাহিম জানতে পেরে প্রকাশ্যে ইয়াকুবকে চড় মারে এবং তার মোবাইল থেকে ছবি মুছে দেয়। অভিযোগ, এরপই ইব্রাহিমকে মদ খাইয়ে শ্বাসরোধ করে খুন করে ইয়াকুব।