শুক্রবার থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিন খবর এখনও অবধি তাই। তবে মনোনয়ন জমার দিনক্ষণ কি বাড়ানো হবে তা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। এই প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajiv Sinha) প্রশ্ন করা হলে তিনি জানান, 'এখনও কোনও সিদ্ধান্ত হয়নি'।
উল্লেখ্য, মনোনয়ন জমার জন্য কমিশনের দেওয়া সময়সীমা বাড়ানোর জন্য হাইকোর্টে মামলা করেছে বিজেপি এবং কংগ্রেস। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানে কমিশন জানিয়েছিল, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ১ দিন বাড়ানো যেতে পারে।