অবশেষে সরাসরি হামলা !
দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে (Kultali) বাঘের হামলায় জখম হলেন এক জন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দাবি, হেঁটে যাওয়ার সময় তাঁর উপর হামলা চালায় বাঘটি। তাতে রক্তারক্তি কাণ্ড ঘটে।
আহত ব্যক্তির পাশে থাকার আশ্বাস বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। জোরকদমে বাঘ ধরার চেষ্টা চালাচ্ছে বনদপ্তর। জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।
একাধিক জায়গায় পাতা হয়েছে খাঁচা। তবে এখনও কেন বাঘকে খাঁচাবন্দি করা গেল না, তা নিয়ে বনদপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা (Villeger)। বাঁশ, লাঠি
হাতে রাস্তায় বেরিয়ে পড়েছেন তাঁরা।
আরও পড়ুন : Sundarban: পিকনিকের মাঝেই ব্যাঘ্রগর্জন! তারপর কী হল? শুনুন বাঘের ডাক..
যুদ্ধকালীন তৎপরতায় জাল দিয়ে গোটা এলাকা ঘেরার কাজ এখনও চালিয়ে যাচ্ছেন বনকর্মীরা। বিভিন্ন জায়গায় ছাগলের টোপ দিয়ে খাঁচাও পাতা হয়েছে। তবে
তাতেও লাভ কিছুই হচ্ছে না। এখনও অধরা রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)।