আবার লোকালয়ে হামলা চালাল পূর্ণবয়স্ক একটি বাঘ(Tiger)। রবিবার সকালে সুন্দরবন(Sunderbans) থেকে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি(Royal Bengal Tiger)। এই ঘটনার তীব্র আতঙ্ক ছড়ায় সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর মিঠেখালি এলাকায়।
জানা গেছে, রবিবার সকালে নদীর পাশে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারকে(Royal Bengal Tiger) ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। সেই সময়ে গ্রামের কয়েকজন যুবক লাঠি নিয়ে ছুটে আসেন। আক্রমণের ভয়ে পাল্টা হামলা চালায় বাঘটি(Tiger)। বাঘের হামলায় গুরুতর আহত হন সোহরাব কারিকর নামক এক চাষি(Farmer)। কোনওরকমে নিজেকে বাঘের(Tiger) হাত থেকে বাঁচিয়ে মৃত্যুর মুখ থেকে ফেরেন তিনি। স্থানীয় একটি ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসার(First Aid) পর তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে।
আরও পড়ুন- TMC: কামারহাটিতে ছেঁড়া হল তৃণমূল প্রার্থীর ব্যানার, ফ্লেক্স! এলাকায় উত্তেজনা
এদিকে, হামলা চালানোর পরেই একটি ঝোপের আড়ালে অদৃশ্য হয় দক্ষিণ রায়(Royal Bengal Tiger)। গ্রামবাসীরা ওই ঝোপটি ঘিরে রেখে বন দফতর এবং পুলিশকে(Police) খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা।